শামীম ওসমানের জনসভায় বিশাল মিছিল নিয়ে আক্তার-সুমনের যোগদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের ডাকা জনসভায় শিল্পপতি আক্তার হোসেন ও হাজী সুমন বিশাল মিছিল নিয়ে যোগদান করেন। ২ মার্চ শনিবার দুপুরে কোতালের বাগ থেকে মিছিলটি বের হয়ে শহরের ২ নং রেল গেইট এলাকায় সমবেত হয়।

মিছিলটি স্লোগানে স্লোগানে রাজপথ কম্পিত হয় এই বলে, নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি, নারায়ণগঞ্জের মাটি শামীম ওসমানের ঘাটি, নারায়ণগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি।

শনিবার শহরের ২ নং রেল গেইট এলাকায় সাংসদ একেএম শামীম ওসমান মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জনসভার আহŸান করেন। এ উপলক্ষে  ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শামীম ওসমানের জনসভায় যোগদান করেন। তবে ফতুল্লার কোতালের বাগ এলাকার আক্তার হোসেন ও  সুমনের  নেতৃত্বে কয়েক হাজার মানুষ কোতালের বাগ, কুতুব আইল ও দক্ষিণ সেহাচর এলাকা থেকে মিছিলে যোগদান করে। মিছিলের নেতৃত্ব দেন বিশিষ্ট শিল্পতি আক্তার হোসেন ও  হাজী সুমন হোসেন।

সুমন হোসেন বলেন, সাংসদ শামীম ওসমান যে ভাবে নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন করেছেন তা অন্য কোন এমপির সময়ে হয়নি। তাই সাংসদ শামীম ওসমানের ডাকা জন সভায় জনগন স্বতু:স্ফুর্তভাবে যোগদান করছে।

add-content

আরও খবর

পঠিত