শাকিল হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : দেওভোগে শাকিল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৩১ জুলাই) দুপুরে শহরের দেওভোগ থেকে একটি মিছিল বের করে প্রেস ক্লাবে এসে মানববন্ধন হয়। এতে নিহতের স্ত্রী-সন্তানসহ পরিবারের লোকজন অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ব্যবসায় বাধা দেয়ায় শাকিলকে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা অন্য এলাকা থেকে এসে এখানে বিভিন্ন ধরনের অপকর্ম করে পালিয়ে যায়। এ ধরনের সন্ত্রাসীরা এলাকায় ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাদের কারণে এলাকায় এক নিরীহ ব্যবসায়ী শাকিলকে প্রাণ দিতে হলো। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধন শেষে আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবিতে পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন এলাকাবাসী।

উল্লেখ্য, শনিবার (২৭ জুলাই) রাতে দেওভোগ মাদরাসা এলাকায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়। তাদের মধ্যে শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।

add-content

আরও খবর

পঠিত