শাওনের মৃত্যুতে এক্স-ক্যাডেট এসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের শোক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ষ্টাফ রির্পোটার ) : বাংলাদেশএক্স-ক্যাডেটস এসোসিয়েশন, নারায়ণগঞ্জ ইউনিটের সাংগঠনিক সম্পাদক, এক্স রোটারেক্টর, আবৃত্তিকার শাওন কবীর সালেহীন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১১ জুলাই বৃহস্পতিবার রাত ১০ টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

১২ জুলাই শুক্রবার বাদ জুম্মা মাসদাইর নাসিক গোরস্থান মসজিদে মরহুমের জানাযার নামাজ শেষে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে মরহুমের বয়স ছিল ৪০ বছর।

আগামী ১৫ জুলাই সোমবার চাষাড়া এবং ১৯ জুলাই শুক্রবার ইসদাইরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশন, নারায়ণগঞ্জ ইউনিটের সাংগঠনিক সম্পাদক, এক্স রোটারেক্টর, আবৃত্তিকার শাওন কবীর সালেহীনের  মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ফতুল্লা মডেল থানার সাবেক ওসি এক্স-ক্যাডেট শাহ মো: মঞ্জুরু কাদের, বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশন, নারায়ণগঞ্জ ইউনিটের সাবেক সভাপতি এ্যাড: রেজাউল কারিম খান রেজা, বর্তমান সভাপতি সাইফুল আলম, সাধারন সম্পাদক লিয়াকত আলী ভূইয়া, এক্স- ক্যাডেট আশরাফ বিন্দু, খায়রুল হাসান, ফারুক রিপন, সাহেদুল হক সুমন, নুরে আলম মাসুদ, মাহাবুবুর রহমান মুকুলসহ প্রমুখ।

এ ছাড়া তোলারাম কলেজ বন্ধু মহল, জেলা সাংস্কৃতিক জোট ও আবৃত্তিকার সংগঠনের পক্ষে ভবানী শংকর, ধীমান সাহাসহ অন্যান্যরা মরহুমের মৃত দেহে পূর্ষ্পাঘ্য  অর্পণ করে শ্রদ্ধা জানান।

add-content

আরও খবর

পঠিত