নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সরকারের নির্দেশ অমান্য করার অপরাধে কিউরিয়সিটি, একাউন্টিং গ্যালারী কোচিং সেন্টার ও টাংগাইল ক্যাডেট এন্ড একাডেমিক স্কুলকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া খোলা ছিলো এমন কয়েকটি কয়েকটি কোচিং সেন্টারকে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়। রবিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কলেজ রোড ও মাসদাইর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ বলেছেন, জানুয়ারির ২৮ তারিখ থেকে ফেব্রুয়ারীর ২৮ তারিখ এসএসসি পরীক্ষা চলাকালীন এই এক মাস সকল ধরণের কোচিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। জেলা প্রশাসক রাব্বী মিয়া ও এ ব্যাপারে প্রজ্ঞাপন জারী করে দিয়েছে। কিন্তু এ সকল নির্দেশ অমান্য করে কোচিং পরিচালনা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। কলেজ রোড ও মাসদাইর এলাকায় সরজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
সরকারি আদেশ অমান্য করে কার্যক্রম পরিচালনা করার অপরাধে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ২ হাজার ৫০০ টাকা অর্থদন্ডসহ ৩ কোচিং সেন্টারকে বন্ধ করে দেওয়া হয়। আমি নিজে তালা দিয়ে এসেছি। এছাড়া অন্যান্য কয়েকটি কোচিং সেন্টারকে সতর্ক করে দেয়া হয়।