নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের ৫নং গুদারাঘাট এলাকা থেকে ৩০ লিটার দেশীয় তৈরী এ্যালকোহলসহ মো. সোহেল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার (৮ এপ্রিল) বিকেলে র্যাব এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত সোহেল বন্দরের সেরাজুইল্ল্যা ক্লাব এলাকার মো. মমিন মিয়ার ছেলে।
র্যাব জানায়, রোববার (৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল এলাকায় দীর্ঘদিন যাবৎ দেশীয় তৈরি এ্যালকোহল বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।