শহরে হোসিয়ারী শ্রমিকদের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ৮ দফা দাবি বিক্ষোভ মিছিল করেছেন হোসিয়ারী শ্রমিকরা। বুধবার (৩০ জানুয়ারি) সকালে শহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। শহরের উকিলপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের ব্যানারে শ্রমিকরা মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক এবং নয়ামাটি ঘুরে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

সমাবেশে নারায়ণগঞ্জ হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু স্বপন দত্ত বলেন, আমাদের  ৮ দফা দাবির মধ্যে ছিলো-নারী শ্রমিকদের জন্য মাতৃকালীন স্ববেতনে ৬ মাস ছুটি ও ভাতা প্রদান, আরএনএস এর গেঞ্জী উৎপাদনের পাসের্ন্টিস যা আছে তা বৃদ্ধি করা, ছুটি, বোনাস এবং হোসিয়ারী ইউনিয়নের অফিস জন্য জায়গা বরাদ্দ। ঘর ভাড়া চিকিৎসা ও যাতায়াত ভাতাসহ শ্রমিকদের সকল ভাতা সকল প্রদান করা। এসকল দাবিতেই আমাদের আজকে আমাদের কমসূচি।

তিনি বলেন, আমাদের  ৮ দফা দাবির মধ্যে ছিলো-নারী শ্রমিকদের জন্য মাতৃকালীন স্ববেতনে ৬ মাস ছুটি ও ভাতা প্রদান, আরএনএস এর গেঞ্জী উৎপাদনের পাসের্ন্টিস যা আছে তা বৃদ্ধি করা, ছুটি, বোনাস এবং হোসিয়ারী ইউনিয়নের অফিস জন্য জায়গা বরাদ্দ। ঘর ভাড়া চিকিৎসা ও যাতায়াত ভাতাসহ শ্রমিকদের সকল ভাতা সকল প্রদান করা। এসকল দাবিতেই আমাদের আজকে আমাদের কমসূচি।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. আওলাদ হোসেন, সহ সভাপতি হরিপদ বিশ্বাস, সহ সাধারন সম্পাদক শংকর দে, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল, প্রচার সম্পাদক মো. আলী, কোষাধ্যক্ষ চিত্তনন্দী প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত