শহরে সন্তানসহ মাকে অপহরণ, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : শহরের তামাক পট্টিতে মোবাইলে ডেকে নিয়ে সন্তানসহ মাকে অপহরণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মিনহাজ উদ্দিন মুন্না নারায়ণগঞ্জ শহরের শাহ সুজা রোডের মো. সালাউদ্দিনের ছেলে।

সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, ২১ নভেম্বর রাতে ওই গৃহবধূকে মোবাইলে দেখা করার কথা বলে ডেকে নিয়ে যান মুন্না ও তার সহযোগী বাধন চন্দ্র দাস। পরে দেখা করতে গেলে সন্তানসহ তাকে অপহরণ করে তারা।

ওসি আসাদুজ্জামান আরো জানান, এ ঘটনায় রোববার রাতে মামলা করেন ভুক্তভোগীর স্বামী সোহেল রানা। পরে অভিযান চালিয়ে মুন্নাকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। সোমবার মুন্নাকে আদালতে পাঠানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত