নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের দুই নম্বর রেলগেইট এলাকার রহমতউল্লাহ ইনস্টিটিউটের ভবনটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় দেওভোগ আলী আহাম্মদ চুনকা সড়কের প্রবেশ মুখে থাকাএ ভবনটি ভাঙ্গা শুরু করে নাসিকের কর্মকর্তারা।
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন হিরণ ও পরিচ্ছন্ন কর্মকর্তা মো. আবুল হোসেনসহ নাসিকের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। তবে ভবন ভাঙা বিষয়ে কোন কথা বলতে রাজি হননি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন হিরণ।