শহরে ছেলেধরা সন্দেহে ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : শহরে ছেলেধরা সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার (২২ জুলাই) রাত সোয়া ৮টার দিকে শহরের বাবুরাইল এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন, শহরের বাবুরাইল এলাকার মোস্তফার ছেলে আলামিন (১৬), দেওভোগ ব্যাপারীপাড়া এলাকার মোস্তফার ছেলে আবু হানিদ (১৫) ও একই এলাকার নাঈমের ছেলে আলিফ (১১)।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল জানান, শহরের বাবুরাইল এলাকায় ছেলেধরা সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিচ্ছেন এলাকাবাসী এমন সংবাদের ভিত্তিতে সেখানে ছুটে যায় পুলিশ। পরে গণপিটুনির হাত থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

add-content

আরও খবর

পঠিত