নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : বন্দরে ২টি হত্যা মামলা ও ৩টি মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মো. স্বপন (৪৪) কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। ১৯ই মে বুধবার রাতে নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেইট মিষ্টিমুখের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত পলাতক আসামী মো. স্বপন বন্দর রাজবাড়ী এলাকার রজ্জব আলী মিয়ার ছেলে।
জানা গেছে, গত বুধবার রাতে শহরের ২নং রেল গেইট মিষ্টি মুখের দোকানের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই আবুল খায়ের, সঙ্গীয় এএসআই মো. সাইফুল ইসলাম চিহিৃত করন অপরাধীদের ওয়ারেন্ট তামির অভিযান চালায়। অভিযানে রাজবাড়ী এলাকার চিহিৃত ২টি হত্যা মামলা ও ৩টি মাদক মামলার আসামী মো. স্বপনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ২০ই মে বৃহস্পতিবার দুপুরেই গ্রেফতারকৃত পলাতক আসামী স্বপনকে আদালতে প্রেরন করা হয়।