শহরের পৃথক স্হানে অগ্নিকান্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের পৃথক স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে চাষাঢ়া পেট্রোল পাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে পাম্পের কর্মচারিদের তৎপরতায় আগুন বেশি ছড়াতে পারেনি এবং কোন ক্ষয়-ক্ষতি হবার আগেই আগুন নেবাতে সক্ষম হয়েছে।

কর্মচারিরা বলেন, ক্যাপাসিটার এর যান্ত্রীক সমস্যার কারণে বিস্ফোরণ ঘটে। আর এতেই আগুনের সূত্রপাত হয়্।

অপরদিকে সদর থানা সংলগ্ন শাহাজালাল ইসলামী ব্যাংক এর ভব‌নে অগ্নিকান্ড হয়। এসময় ভব‌নের ৫তলায় রা‌সেল গা‌র্মেন্টস এর শ্র‌মিকরা আতং‌কে এ‌দিক সে‌দিক ছুটাছু‌টি কর‌তে থা‌কে। প‌রে স্থানীয়‌দের সহযোগীতায় নিয়ন্ত্র‌নে আ‌সে।

জানা গে‌ছে, এক‌টি ব্যানা‌রে আগুন জ্বল‌তে দেখ‌তে পায় স্থানীয়রা। এরপর ঘটনার ২০মি‌নিট পর ফায়ার সা‌র্ভি‌সের ২টি ইউ‌নিট আ‌সে। প‌রে পরি‌স্থি‌তি নিয়ন্ত্র‌ন এ‌নে সকল‌কে ক‌র্মে ফেরত পাঠায়।

add-content

আরও খবর

পঠিত