শহরের চারাগোপে লুঙ্গিতে মোড়ানো নবজাতকের লাশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : শহরের সড়কের পাশে লুঙ্গিতে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের চারাগোপ লাখরিপট্টি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদর মডেল থানার এসআই জয়নাল আবেদীন জানান, লাখরিপট্টি এলাকায় সড়কের পাশে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, রাতের কোনো এক সময়ে মরদেহ এখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত