শপিং ব্যাগে ইয়াবা বিক্রির সময় গ্রেফতার-২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : দেওভোগে শপিং ব্যাগে ইয়াবা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। দেওভোগ আখড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে সোমবার (২০ মে) দুপুরে নিশ্চিত করেছেন সদর থানার ওসি কামরুল ইসলাম।

গ্রেফতাররা হলো, নূরে আলাম রনি পশ্চিম দেওভোগ এলাকার শাহ আলমের ছেলে ও আবুল হোসেন নাগবাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

সদর থানার ওসি কামরুল ইসলাম জানান, রোববার দেওভোগ আখড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করছে ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে নূরে আলম রনি ও আবুল হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা শপিং ব্যাগ থাকা ৭ হাজার ৪শ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত