নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহন করলেন নারায়ণগঞ্জের নবনির্বাচিত ৫ জন সংসদ সদস্য। আজ (৩লা জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১ টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের নিচ তলায় শপথ কক্ষে নবনির্বাচিতদের শপথ পাঠ করান। এর আগে তিনি নিজে নিজে আইনসভার সদস্য হিসেবে শপথ নেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন মহাজোট প্রার্থীরা। তারা হলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সেলিম ওসমান ।
নারায়ণগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৭ প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মহাজোটের প্রার্থী ১২৬টি কেন্দ্রে গোলাম দস্তগীর গাজী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৮৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৪৮২ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৭৯১ জন। মহিলা ভোটার ১ লাখ ৭১ হাজার ৩৯৭ এবং পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৩৯৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১২৬ টি।
নারায়ণগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৪ প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মহাজোটের প্রার্থী ১১৩টি কেন্দ্রে নজরুল ইসলাম বাবু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৩২ হাজার ২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ১২ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৮৬৭ জন। তারমধ্যে মহিলা ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৪৫ এবং পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ১২২ জন।
নারায়ণগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মহাজোটের প্রার্থী ১১৮টি কেন্দ্রে লিয়াকত হোসনে খোকা লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৪৭ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৬৭ জন। তারমধ্যে মহিলা ভোটার ১ লাখ ৪৭ হাজার ১৭০ এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৭০২ জন।
নারায়ণগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মহাজোটের প্রার্থী ২১৬টি কেন্দ্রে শামীম ওসমান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ১৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী মনির হোসাইন কাসেমী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৬ হাজার ৫৮২ ভোট। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ৬১৬ জন। তার মধ্যে মহিলা ভোটার ২ লাখ ২০ হাজার ৪০২ এবং পুরুষ ভোটার ২ লাখ ২৫ হাজার ২১৪ জন।
নারায়ণগঞ্জ-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মহাজোটের প্রার্থী ১৭১টি কেন্দ্রে সেলিম ওসমান লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৮০ হাজার ৮৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫১ হাজার ৯৮৬ ভোট। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৮৬৭ জন। তার মধ্যে মহিলা ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৪৫ এবং পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ১২২ জন।