নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : লিগ পর্ব শেষে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরে একাদশ রাউন্ডের খেলায় উত্তরা স্পোর্টিং ক্লাবকে ৯ উইকেটে হারিয়েছে নাঈম ইসলামের দল। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৮০ রান করে উত্তরা। জবাবে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। এদিকে, ফতুল্লায় টান টান উত্তেজনা ম্যাচে প্রাইম দোলেশ্বরকে ১ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
আবাহনীর পর লিগের শেষ রাউন্ডেও জয়ের ধারা অব্যাহত রাখতে মিরপুরে উত্তরা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। টস হেরে এদিন ব্যাট করতে নেমে শুরুতে তানজিদের উইকেট হারালেও পরে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়ায় উত্তরা। আনিসুল ৫৫ রান করে উত্তরার হয়ে প্রতিরোধ গড়েন। দলীয় ৯০ রানে আনিসুল ফিরে যাবার পর ২৭ রান করে সাজঘরে ফেরেন শানাজ। নাবিল সামাদ-রিশি ধাওয়ানের বলে খুব একটা সুবিধা করতে পারেনি উত্তরা।
তবে শেষদিকে মিনহাজুলের ৩৭ ও অধিনায়ক শাকিরের ৩৩ রানের সুবাদে ৮ উইকেটে ১৮০ রানের পুঁজি পায় উত্তরা। প্রায় ২ মাস পর ইনজুরি থেকে ফিরে এদিন রূপগঞ্জের হয়ে মাঠে নামেন তাসকিন আহমেদ। ৫ ওভার বল করে ৩৬ রান দিয়ে থেকেছেন উইকেট শূন্য।
জবাবে, রূপগঞ্জের হয়ে মেহদী মারুফ ও মোহাম্মদ নাইম দারুণ সূচনা করেন। ফিফটি তুলে নেন দুই জনেই। দলীয় ৯৬ রানে নাইম প্যাভিলিয়নে ফেরেন ৬৩ রান করে। এরপর মুমিনুল হক সঙ্গ দেন মারুফকে। শেষপর্যন্ত মারুফের অপরাজিত ৬২ ও মুমিনুলের ৪৭ রানে চড়ে জয়ের বন্দরে পৌঁছায় রূপগঞ্জ। ১১ ম্যাচের ১০টিতেই জয় নিয়ে লিগ পর্ব শেষ করলো আফতাব আহমেদের দল।
আরেক ম্যাচে ফতুল্লায় টস হেরে ব্রাদার্সের বিপক্ষে ব্যাট করতে নামে প্রাইম দোলেশ্বর। দুই ওপেনারকে দ্রুতই ফিরিয়ে দেয় ব্রাদার্সের বোলাররা। তবে মিডল অর্ডারের দৃঢ়তায় লড়াইয়ের পুঁজি পায় দোলেশ্বর। তাইবুর, মার্শাল দুই জনেই তুলে নেন ফিফটি। ফরহার ৪০ ও মাহমুদুল হাসানের ব্যাট থেকে আসে ৩৯ রান। ৫ উইকেটে ২৫০ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় প্রাইম দোলেশ্বর।
জবাবে, দলীয় ৩১ রানে জুনায়েদকে হারায় ব্রাদার্স। রেলিগেশন এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিলো না ব্রাদার্সের সামনে। মিজানুর ও রাব্বির জুটি থেকে আসে ৪৮ রান। ব্যক্তিগত ৪২ রান করে মিজানুর ফিরে গেলেও একপাশ আগলে ব্যাট করতে থাকেন ফজলে মাহমুদ। তার ৭৪, শরিফুল্লাহর ৪১ রান ব্রাদার্সকে রাখে জয়ের পথেই। তবে কাজটা সহজ করে দেন শাহজাদা। তার ১৫ বলে ২৯ রানের সুবাদেই শেষ ওভারে জয় নিশ্চিত হয় ব্রাদার্স। ১১ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ম স্থানে আছে ব্রাদার্স। রেলিগেশন লিগ খেলতে হবে কিনা, তার জন্য তাদের অপেক্ষা করতে হবে খেলাঘর ও বিকেএসপির ম্যাচের ফলাফলের জন্য।