লায়ন্স ক্লাব এর জোন মিটিং অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫ এ২ এর প্রথম ডিস্ট্রিক গভর্নর এডভাইজারি কমিটির জোন ৪ এর  সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে শহরের টানবাজার ইয়ার্ন মার্চেন্ট ক্লাব অডিটোরিয়ামে এই  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে জোন চেয়ারপার্সন মোহাম্মদ নিজামুল হকের সভাপতিত্বে জোন ৪ এর  প্রথম ডিস্ট্রিক গভর্নর এডভাইজারি কমিটির জোন মিটিং এর প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক গভর্নর (৩১৫ এ২) লায়ন কামরুন নাহার পি এম জে এফ,  প্রথম ভাইস ডিস্ট্রিক গভর্নর লায়ন জালাল আহমেদ এম জে এফ, দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল ওহাব,  কেবিনেট সেক্রেটারী লায়ন মো. আনিসুর রহমান খান এম জে এফ, কেবিনেট ট্রেজারার লায়ন মোহসিন ইমাম চৌধুরী পিএম জে এফ, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এ্যাডভোকেট শওকত আলী, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নরলায়ন এ্যাডভোকেট নারগিস সুলতানা এম জে এফ, জিএমটি ডিস্ট্রিক কর্ডিনেটর লায়ন ডা. মোঃ বশির উল্লাহ এম জে এফ, জিএলটি ডিস্ট্রিক কর্ডিনেটর লায়ন হারুন রশিদ, জিএসটি ডিস্ট্রিক কর্ডিনেটর লায়ন শংকর কুমার রায় মনা এম জে এফ, এলসিআইএফ ডিস্ট্রিক কর্ডিনেটর লায়ন মোহাম্মদ পারভেজ রানা, এমজেএফ, নারায়ণগঞ্জ কর্ডিনেটর লায়ন ইমরান ফারুক মইন, রিজোন চেয়ারপার্সন ক্লাবস লায়ন মো. মোস্তাফিজুর রহমান, রিজোন চেয়ারপার্সন ক্লাবস ও কনভেনশন ট্রেজারার লায়ন শামসুন নাহার পি এম জে এফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় লায়ন্স এর অন্যান্য লিডার সহ বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারী ও ট্রেজাররা উপস্থিথ ছিলেন। পরে সভার প্রধান অতিথি ডিস্ট্রিক গভর্নর (৩১৫ এ২) লায়ন কামরুন নাহার পি এম জে এফ, দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ও বিভিন্ন ক্লাবের কার্যক্রমের খোজখবর নেন। এর পর বিভিন্ন ক্লাবের  প্রেসিডেন্ট সেক্রেটারী ও ট্রেজাররা তাদের বক্তব্য দিতে গিয়ে নিজ নিজ ক্লাবের কার্যক্রম তুলেধরেন। সেই সাথে ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর কার্ডিওলজি বিভাগের প্রধান ডাক্তার খালেদ মোহাম্মদ ইকবাল কোভিভ-১৯ সম্পর্কে করণীয়, বর্জনীয় ও পরবর্তী প্রস্তুতি সম্পর্কে সচেতনামূলক বক্তব্য রাখেন।

add-content

আরও খবর

পঠিত