নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : লায়ন্স ক্লাব অব ঢাকা নীট কনসার্নের পৃষ্ঠপোষকতায় নব গঠিত লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ও ক্লাবের কর্মকর্তাদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ক্লাবের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক অনুদান, সেলাই মেশিন বিতরন, স্বাস্থ্য সেবা অনুষ্ঠিত হয়েছে।
২০ জুলাই সোমবার দুপুরে চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত নীট কনসার্নের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫/এ ২ এর গভর্নর লায়ন কামরুন্নাহার (পি,এম,জে,এফ), এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ ফখরুকদ্দিন (পি,এম,জে,এফ)।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন জালাল আহমেদ (এম,জে,এফ), দ্বিতীয় জেলা ভাইস গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার আবদুল ওহাব, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, লায়ন্স ক্লাব অব ঢাকা নীট কনসার্নের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন সামসুন্নাহার (পি,এম,জে,এফ)।
এ সময় লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের প্রতিষ্ঠাতা চার্টার্ট প্রেসিডেন্ট লায়ন আয়রাফুজ্জামান হিরাশিকো, চার্টার্ট সেক্রেটারী লায়ন মোঃ হাবিবুর রহমান মুরাদ, চার্টর্ট ট্রেজারার লায়ন শাহ মোঃ মোরসালিন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স জেলা ৩১৫/এ ২ এর গভর্নর লায়ন কামরুন্নাহার (পি,এম,জে,এফ) বলেছেন, আজ লায়ন্স ক্লাবে নতুন প্রজন্মের যোদ্ধাদের ওয়ারিয়র্সের একটি নতুন ক্লাব গঠন হওয়ায় আজ আমরা অত্যান্ত আনন্দিত। করোনার সময় ওয়ারিয়র্সের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আশরাফুজ্জান হিরা সত্যিকার ভাবে মানুষের জন্য কাজ করেছে। এ ক্লাবে চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, নিরাপত্তা বাহীনি কর্মকর্তা, প্রবাসি ব্যাবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশায় প্রতিষ্ঠিত মানবতায় মানুষের জন্য কাজ করা নিবেদিত প্রাণ ব্যক্তিত্বরা অংশগ্রহন করেছে। আমি মনে করি এ ক্লাব একটি শক্তশালী সেবামূলক সংগঠন হিসেবে তাদের কর্যক্রমের মাধ্যমে লায়ন্স ক্লাবের সম্মান বয়ে নিয়ে আসবে। এদিকে এসময় ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।