লাঙ্গলবন্দ স্নান উৎসব সুষ্ঠু করতে প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ লাঙ্গলবন্দ পূণ্যস্নান আগামী ১২ ও ১৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠুভাবে স্নান উৎসব সম্পন্ন করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদ সহ হিন্দু নেতৃবৃন্দের সাথে মত বিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে লাঙ্গলবন্দ স্নান উৎসব শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন ও হিন্দু নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় শান্তিপূর্ন ভাবে স্নান উৎসব পালনের জন্য লাঙ্গলবন্দ এলাকায় রাস্তার দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, কচুরিপানা পরিস্কার, প্রশাসনের নিরাপত্তায় ওয়াচটাওয়ার, পয়নি:স্কাশন ব্যবস্থা, চেঞ্জিং রুম সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। থাকবে কয়েক স্তররের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেই সাথে নিয়োগ করা হবে আনসার বাহিনী নারী স্বেচ্ছাসেবী। থাকবে ফায়ার সার্ভিসের নিরাপত্তা কর্মী, অ্যাম্বুলেন্স, কমিউনিটি ক্লিনিক, নৌ টহল সহ জরুরি উদ্ধার ব্যবস্থা। লাঙ্গলবন্দ স্নান এলাকার ৩ কিলোমিটার জুড়ে নিরাপত্তায় স্থাপন করা হবে সিসি টিভি ক্যামেরা।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিঞার সভাপতিতে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর আওয়ামীলীগের সযুবলীগ নেতা এহসানুল হাসান নিপু, স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজিত সাহা, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুজন সাহা, মহানগর শাখার সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত