নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার প্রার্থী ও সর্মথকদের লক্ষ্য উপজেলা পরিষদ নির্বাচন। নিজ নিজ উপজেলায় এখন থেকেই খুব জোড়েসোড়ে প্রচারণায় না নামলেও চলছে গোপনীয় আলাপচারিতা। সূত্র মতে, আগামী মার্চ মাসের মধ্যেই নারায়ণগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করতে পারে নির্বাচন কমিশন।
বুধবার (২ জানুয়ারি) নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের হাতে সময় নেই। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা আর এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় আছে কেবল মার্চ মাসে। তাই এ সময়টাই বেছে নিতে চায় কমিশন।
তবে কবে নাগাত নির্বাচন করবে, সেই দিনক্ষণ নির্ধারণ করেনি ইসি। নির্বাচন কয়েক ধাপে হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। তবে গতবার দলীয় প্রতীকে ভোট গ্রহন না হলেও এবার দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলার নির্বাচন অফিসের এক কর্মকর্তা জানান, আমরা উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করলেই কার্যক্রম শুরু করবো।
প্রসঙ্গত, গত ২০১৪ সালের মার্চে জেলার সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া বন্দর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো জুন মাসে। তবে ২০০৯ সাল থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।