নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার এবং রূপগঞ্জ থেকে মো. শহীদুল ইসলাম (৩৪) ও মোঃ হোসেন গাজী (২৫) নামের অনলাইন জুয়ার দুই এজেন্টকে গ্রেফতার করেছে র্যাব। আজ ৭ই মে শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ বার্তাকে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র্যাব-১১ এর কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী প্রেরিত এক সংবাদ বার্তায় এই তথ্য জানান।
এর আগে ৬ই মে বৃহস্পতিবার জেলার আড়াইহাজার থানাধীন প্রভাকরদী বাজার এলাকায় অনলাইন জুয়ার এজেন্ট মো. শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে অনলাইনে অবৈধ জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন মডেলের ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপরদিকে গ্রেফতারকৃত শহীদুলের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত দেড়টার দিকে রূপগঞ্জ থানাধীন সাওঘাট এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের অপর এজেন্ট মোঃ হোসেন গাজীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকেও অবৈধ জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন মডেলের ৩টি মোবাইল ফোন জব্দ করে র্যাব।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানায়, চলমান জনপ্রিয় ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে অনলাইন ভিত্তিক বিভিন্ন জুয়ার সাইট ব্যবহার করে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জ এলাকায় কিছু অনলাইন জুয়ার এজেন্ট উঠতি বয়সী তরুণদের জুয়া খেলায় প্রলুুব্ধ করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল। অনলাইন জুয়ার এই এজেন্টরা অনলাইন ভিত্তিক বিভিন্ন জুয়ার সাইটে নামে-বেনামে আইডি খোলে এবং ক্রিকেটপ্রেমী তরুণদের ক্রিকেট ম্যাচ কেন্দ্রিক বাজিতে অংশগ্রহণে প্ররোচিত করে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করে আসছিল।
র্যাবের ওই কর্মকর্তা আরো জানায়, এরপর কয়েকজন ভুক্তভোগীর করা অভিযোগের ভিত্তিতে ঘটনার গভীর অনুসন্ধান করে সত্যতা পেয়ে অভিযান চালিয়ে উক্ত চক্রের সক্রিয় ২জন জুয়ার এজেন্টদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সরকারী অনুমোদনবিহীন বিভিন্ন ই-ট্রানজেকশনের সাইটে আইডি খুলে অবৈধভাবে আর্থিক লেনদেন চালাতো। এদিকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং অনলাইনে অবৈধ জুয়া খেলার এই ধরনের চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।