নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলার শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ই মে শনিবার সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ আয়োজন করা হয়। এ সময় অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে রোজিনা ইসলামকে মুক্তি দেয়ার পাশাপাশি এ ঘটনায় জড়িতদের দৃষ্টামূলক শাস্তি দাবি জানান।বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজের সঞ্চালনায় জেলা ফটো জার্নালিস্টসের সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফউদ্দিন সবুজ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন স্মীথ, সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, বিল্লাল হোসেন রবিন, আফজাল হোসেন পন্টি, মুজিবুল হক পলাশ, ফটো সাংবাদিক প্রনব রায়, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি ও এন.এ.এন টিভির নিউজ কো অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু, সহ সভাপতি ও দৈনিক আমার সময় এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, সাবেক সহ সভাপতি এবং অগ্রবানী প্রতিদিনের সহকারি সম্পাদক উত্তম সাহা, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বন্দর প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট পিন্টু খান, ফতুল্লা মডেল প্রেসক্লাবে র সভাপতি আনিসুজ্জামান অনু, ফতুল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি তাপস সাহা, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী, সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সহ-সাধারণ সম্পাদক কে এইচ মিলন, সাংগঠনিক সম্পাদক তানভির রনি, অর্থ সম্পাদক কাজী আলমাস, ক্রীড়া সম্পাদক সোহেল, প্রচার সম্পাদক শহিদ হোসেন ও কার্য নির্বাহী সদস্য আমির হোসেন, মেহেদী হাসান সজীব, আরিফ জয় ও সাধারণ সদস্য কাইয়ুম খান, হাসান উল রাজিব, সাংবাদিক মো.জাহাঙ্গির হোসেন।
এ ছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি শহীদুল্লাহ রাসেল, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সদস্য ও সাপ্তাহিক সিটিজেন এর প্রতিনিধি আবু তাহের, এন এএন টিভির স্টাফ রিপোর্টার বদরুজ্জামান রতন, দৈনিক ইয়াদের চীফ ফটো সাংবাদিক মাহমুদুল ইসলাম সৌরভ।
