নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ ২২ই মে শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের অনন্ত গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের রোগীসহ ২ জন।
নিহত ব্যক্তিরা হলেন : কুমিল্লার তিতাস উপজেলার স্কুল শিক্ষক হুমায়ুন কবির এবং একই এলাকার আরেক স্কুল শিক্ষক ফারুক হোসেন। দুইজনই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে কুমিল্লা থেকে রাজধানীর একটি হাসপাতালে আসছিল। পথে নয়াবাড়ি এলাকার ইউটার্ন থেকে উল্টো পথে মদনপুরের দিকে যাওয়া একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রোগীর দুই স্বজন হুমায়ুন ও ফারুক মারা যান। তাদের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহত ব্যক্তিদের মদনপুর এলাকায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, অ্যাম্বুলেন্সটি পুলিশের হেফাজতে রয়েছে। ট্রাক চালক গাড়ি ফেলে পালিয়ে যান। তাদের আটকের চেষ্টা করছে পুলিশ।