নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আমলাপাড়া কেবি সাহা বাইলেন নিবাসী, মেঘনা অয়েল লি: এর ডিলার ১৩নং ওয়ার্ডের সাবেক তিনবারের কমিশনার তারা মিয়া সর্দার ( তারু সর্দার) এর ছোট ভাই রেজাউল করিম রেজার স্ত্রী রোজিনা বেগম রোজী (৫৭) ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ১৬ ডিসেম্বর বুধবার তিনি মৃত্যু বরণ করেন। তিনি গত দুই সপ্তাহ যাবৎ চিকিসাধীন ছিলেন। রোজিনা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
রোজিনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমি দীর্ঘদিন (২২ বছর) কালির বাজারে রেজা চাচার অফিসের পাশের ভবনে গামেন্টস ব্যাবসা করার কারনে রেজা চাচা ও তার পরিবারের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। চাচা ও চাচী আমাকে বিশেষ স্নেহ করতেন। আল্লাহ রাব্বুল আলআমিন চাচী ক্ষমা করুণ, জান্নাত দান করুন।