নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনাকালীন সময়ে মালেশিয়ার কর্মরত শ্রমিকদের দূর্দশার অবস্থা আল জাজিরা টেলিভিশনে তুলে ধরার অপরাধে মালেশিয়া সরকার নারায়নগঞ্জের বন্দর থানা শাহী মসজিদ এলাকার সন্তান রায়হান কবীরকে গ্রেফতার করে ১৪ দিনের রিমান্ডে নেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ এবং অবিলম্বে রায়হানের মুক্তি ও নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের কূটনৈতিক হস্তাক্ষেপ কামনা করেছেন টিম খোরশেদ এর টিম লিডার ও নাসিক কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
২৬ জুলাই রবিবার রাতে এক সংবাদ বিবৃতিতে কাউন্সিলর খোরশেদ বলেন, রায়হান সত্য প্রকাশ করেছে মাত্র। তবে তার নিরাপত্তা নিয়ে আমরা নারায়ণগঞ্জ বাসী শংকিত। আমরা ইতিপূর্বে দেখেছি আমেরিকার একজন নারী হিরোইন পাচারের দায়ে ফাসির দন্ডে দন্ডিত হওয়ার পরে সে দেশের সিনেটর কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাকে মুক্ত করে নিয়ে গেছে। খোরশেদ আরো বলেন, আমরাও চাই রায়হান কবীরকে আমাদের পররাষ্ট্র মন্ত্রনালয় কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অবিলম্বে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক।