প্রকৃত হকাররা বসবে হকার্স মার্কেটে : এসপি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে যানজট নিরসনে জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের নির্দেশ মেনে নিয়েছে হকাররা। এর আগে হকার ইস্যুতে সংঘর্ষের ঘটনায় সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সহ অর্ধশতাধিক আহত হওয়ার পর পুলিশের সাথে হকারদের কানা মাছি খেলা নয় এবার হকারদের জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১২ টায় চাষাড়াস্থ সিটি হকার্স মার্কেটের সামনে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা পুলিশ। এ সময় হকার নেতা ও শতাধিক হকাররা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বিপিএম ও পিপিএম (বার) বলেছেন, প্রকৃত হকার যারা, হকাররাই হকার্স মার্কেটে বসবে। বাকি হকার যারা রয়েছে প্রয়োজনে তাদের জন্যও অন্য একটি ব্যবস্থা করা হবে। দরকার হলে বহুতল ভবন করে হকারদের জন্য উদ্যোগ নিবেন মেয়র। আমরাও কথা বলব সাংবাদিকেদরকেও অনুরোধ করবো আপনারাও এ বিষয়ে মেয়রের সাথে কথা বলবেন। আমরাও চাই হকাররা ব্যবসা  করুক। তারা সুযোগ পান। তবে অত্যন্ত দু:খ জনক বিষয় যে, এই হকার্স মার্কেটে যে ৬৫০ জনকে দোকান বরাদ্ধ দেয়া হয়েছিল তারা কেউই নেই। তাই তাদেরকেই আবারো বুঝিয়ে দেয়া হোক। কিন্তু এই হকার্স মার্কেটে হকাররা ছাড়া কোন সাধারণ মানুষ ব্যবসা করতে পারবে না।

তিনি আরো বলেন, আপনার জানেন সাইবোর্ড থেকে চাষাড়া হয়ে বঙ্গবন্ধু সড়ক ১ নং রেল গেট, ২ নং রেল গেট সিটি করপোরেশন। এ সড়কে প্রতিদিন লক্ষ লক্ষ  মানুষ চলাচল করে। শহরের বঙ্গবন্ধু সড়কটি ঐতিহাসিক সড়ক। একটি গুরুত্বপূর্ণ সড়কে রাস্তায় যদি গাড়ি থাকে, রাস্তায় যদি হকাররা মাল নিয়ে বসে থাকে। যে রাস্তা পারপারে ৫ থেকে ৬ মিনিট লাগে, সেখানে আধা ঘন্টা লেগে যায়। যানজট লেগে থাকে। আর এই যানজটের কথা এমপি মহোদয়ও বলেছেন, মেয়র মহোদয়ও বলেছেন। এ কারণে রাস্তার মেইন রোডে ফুটপাতে হকারদের বসতে দেয়া যাবেনা।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল-ক ) ইমরান সিদ্দিক মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ সদর থানা ওসি কামরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা ওসি (তদন্ত) সেলিম মিয়া, জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-টু ইন্সপেক্টর  সাজ্জাদ রোমন সহ অন্যান্য পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মী।

add-content

আরও খবর

পঠিত