রাসেল পার্কের নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবীতে আমরা না.গঞ্জবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শেখ রাসেল পার্কের নিমাণ কাজ দ্রুত সম্পন্ন করা ও পার্ক নির্মাণে ষড়যন্ত্রকারীদের রুখে দাড়ানোর দাবীতে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর বুধবার বিকাল ৩টায় জিমখানা শেখ রাসেল পার্ক প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

দেওভোগ পাক্কা রোড লেকপাড়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং সহ-সম্পাদক শ্রমিক নেতা মাহমুদ হোসেন এর সঞ্চালনায় এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেছেন, ১৯৯২ সাল থেকে এই জিমখানা এলাকায় একটি পার্ক, লেক ও ঈদগাহ ময়দান প্রতিষ্ঠার জন্য সামাজিক সংগঠন নারায়ণগঞ্জ শহর উন্নয়ন সংগ্রাম পরিষদ এর ব্যানারে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এমন কি ১৯৯৭ সালে রেলওয়ে কর্তৃপক্ষ এই পতিত জমিগুলি প্লট আকারে বিক্রি করার জন্য টেন্ডার আহবান করলে আমরা সর্ব জনাব বীর মুক্তিযোদ্ধা খাজা মহিউদ্দিন, সাবেক পৌর চেয়ারম্যান নাজিমউদ্দিন মাহামুদ, প্যানেল চেয়ারম্যান মুরাদ মিয়া, দেলোয়ার হোসেন চুন্নু, তৈমুর আলম খন্দকার, নিজাম আলম কমিশনার, কাইয়ুম কমিশনার, আমিনুল সেক্রেটারী প্রমুখ নেতৃবৃন্দের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলি এবং মিছিল সহকারে এই মাঠে ঈদগাহ ময়দানের একটি সাইনবোর্ড লাগিয় দেই। অত্যন্ত আনন্দের বিষয় বর্তমান সিটি কর্পোরেশনের মেয়র দায়িত্ব নেওয়ার পর আমাদের স্বপ্নের সেই পার্ক লেক আজ অনেক চড়াই উৎরাই পেরিয়ে বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

তিনি আরো বলেন, আমরা মেয়র আইভিকে সাধুবাদ জানাই, কারণ তিনি শহরের একটি অস্বস্তিকর দুষ্ট ক্ষত বস্তির জায়গায় সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করে শেখ রাসেল লেক ও পার্ক নির্মাণ করছেন। এই শেখ রাসেল লেক ও পার্ক ৩ বৎসর পূর্বে যখন শেখ ফজিলাতুন নেছা মুজিব পার্ক নাম ছিল তখনও আমরা এর কাজ তরান্বিত করার জন্য বিশাল মানববন্ধন করেছিলাম। আমরা মাননীয় মেয়রকে অনুরোধ রাখবো অতি দ্রুত পার্কের কাজ সমাপ্ত করে জন সাধারনের বিনোদনের জন্য খুলে দেয়া হোক। কোন অশুভ শক্তি এর বাধা সৃষ্টি করতে পারবেনা। যেকোন মূল্যে এই পার্ক আমরা রক্ষা করবো।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি মন্ডলি সদস্য নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এড. মাহবুর রহমান মাসুম। তার বক্তব্যে তিনি বলেন, জিমখানা বস্তিটি ছিল একটি মাদক জুয়া সহ অসামাজিক কার্যকলাপের আখড়া। সেই কলঙ্কিত বস্তিকে শত বাধা উপেক্ষা করে মেয়র আইভি সাহসিকতার সঙ্গে উচ্ছেদ করে নারায়ণগঞ্জের সৌন্দয্য বৃদ্ধির জন্য এই শেখ রাসেল পার্ক নির্মাণ কাজ শুরু করেছেন। অনেক গডফাদার ইতিপূর্বে এই জিমখানা বস্তি থেকে চাঁদা উত্তোলন সহ মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল, যা তিনি উৎখাত করে পরিবেশকে সুরক্ষা করছেন, এখন সময় এসেছে সিনেমায় যেমন শেষ দৃশ্যে ভিলেনের পরাজয় ঘটে, তেমনি ভাবে ভিলেনের পরাজয় অনিবার্য্য।

এ সময় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু বলেন, কিছু অশুভ ও অদৃশ্য শক্তি চেয়েছিল এই এলাকায় হাতিরঝিল পরিবর্তে মতিঝিল গড়ে ইট পাথরের পাহাড় গড়ে কোটি কোটি টাকা এই খান থেকে উপার্জন করবেন। নারায়ণগঞ্জের ফুসফুস বলে খ্যাত এই পার্ক যে কোন ত্যাগের বিনিময়ে উহা সম্পন্ন করার জন্য তিনি সিটি কর্পোরেশনের প্রতি জোড় তাগিদ দেন। প্রয়োজনে পার্ক নির্মাণে বাধাগ্রস্থ প্রতিহত করে আগামীতে প্রয়োজনে গণ অনশন সহ বৃহত্তর ও কঠোর কর্মসূচী প্রদান করা হবে। আমাদের সাফ কথা জান দিব, কিন্তু জমি দিব না।

এ সময় আরো বক্তব্য রাখেন আলহাজ্ব রমজান উল রশিদ, আনোয়ার হোসেন দেওয়ান, আলহাজ¦ মনির হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ সদর উপজেলার কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস, দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল হোসেন, মাদক নির্মূল কমিটির আহŸায়ক বদরুল হক, বিশিষ্ট ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকন, হাজী সেলিম হোসেন, শফিকুল ইসলাম খান, মাকিদ মুস্তাকিম শিপলু।

এ দিকে এসময় উপস্থিত ছিলেন হাজী আব্দুর রহমান লিটন, দৈনিক জন্মভূমির সম্পাদক জাফর আহম্মেদ, আব্দুল কুদ্দুস আজাদ, সাংবাদিক ইমামুল হাসান স্বপন, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা অলি উদ্দিন ভূঁইয়া, খাজা আহাম্মেদ, আব্দুস সাত্তার ভুট্টু, ওয়াহিদুজ্জামান (জামান), এ কে আজাদ, তোফাজ্জল হোসেন, আলমগীর চৌধুরী, হুমায়ুন কবির, কাদরিয়া তৈয়্যবিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবারক হোসেন, হাজী সালেহ্ মোঃ মুসা, নারী নেত্রী রাশিদা বেগম, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, প্রণিক সভাপতি সেলিম সিদ্দিকী, রমিজ উদ্দিন রমু, জুয়েল হক, হেলিম সর্দার, কামরুজ্জামান বাবু, নূর হোসেন, হাজী ইমামুল হাসান হিমু, টিটুল, হাজী মনির হোসেন, মুক্তিযোদ্ধা সমসের আলী মিলন, মোঃ শুক্কুর, মো. সুলতান, জাহাঙ্গীর হোসেন সহ এলাকাবাসীবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত