রাত ৮টার পর মার্কেট খোলা, সমবায় মার্কেট বন্ধ করলো জেলা প্রশাসন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সরকারি নির্দেশনা অমান্য করে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার সমবায় মার্কেট রাত ৮টার পর খোলা রাখায় মার্কেটটি বন্ধ করলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।  জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহর নির্দেশনা মোতাবেক ২৯ই এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে টার দিকে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মতিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সময় মার্কেট পরিচালনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে আগামীকাল ৩০ই এপ্রিল শুক্রবার থেকে টার মধ্যে মার্কেট বন্ধ করার জন্য নির্দেশনা দেয়া হয়।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের (লকডাউন) এর মেয়াদ বাড়িয়ে আগামী মে পর্যন্ত করা হয়। এদিকে ২৮ই এপ্রিল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সরকারি নির্দেশনা অনুযায়ী দোকানপাট শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে বলে জানায়। এছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনসহ সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রজ্ঞাপনে জানান।

add-content

আরও খবর

পঠিত