নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সরকারি নির্দেশনা অমান্য করে নারায়ণগঞ্জের চাষাঢ়ার সমবায় মার্কেট, মার্ক টাওয়ার, ফ্রেন্ডস মার্কেট ডিআইটি মার্কেটসহ শহরের বিভিন্ন মার্কেট রাত ৮টার পর খোলা থাকায় মার্কেটটি বন্ধ করলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহর নির্দেশনা মোতাবেক ৫ই মে বুধবার রাত টার পর অভিযান চালানো কালে বিভিন্ন মার্কেট খোলা থাকায় অভিযান পরিচালনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে মার্কেটগুলো বন্ধ করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ও ম্যাজিস্ট্রেট আবদুল মতিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় মার্কেট পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামীকাল বৃহস্পতিবার থেকে রাত ৮ টার মধ্যে মার্কেট বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।
এদিকে করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের (লকডাউন) এর মেয়াদ বাড়িয়ে আগামী ১৬ই মে পর্যন্ত করা হয়। এদিকে ৫ই মে বুধবার বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সরকারি নির্দেশনা অনুযায়ী দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে বলে জানায়। এছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনসহ সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রজ্ঞাপনে জানান।
প্রসঙ্গত, এর আগে গত ২৯ই এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে একই অপরাধের দায়ে অভিযান চালিয়ে রাত ৮ টার পর শহরের চাষাড়াস্থ সমবায় মার্কেট বন্ধ করে দিয়েছিলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কতৃপক্ষ।