রাইফেল ক্লাব হারালো ইসদাইর চন্দাকে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নিজেদের প্রথম ম্যাচে দুইদলই হেরেছে। সে অর্থে এদিনের ম্যাচটি উভয়ের জন্য ডু অর ডাই। হাফ ছেড়েছে বেচেঁছে রাইফেল ক্লাব। গতকাল সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের গ্রাউন্ডে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নীট কনসার্ণ গ্রুপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ষষ্ঠ দিনের খেলায় তারা ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে ৮৪ রানে। সকালে টস জিতে রাইফেলের অধিনায়ক সজিব দত্ত সাজু প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে ২৫০ বা তারও বেশি রানের স্কোর ছুড়ে দিতে না পারলে জেতা কঠিন। সে বিচারে রাইফেল ১৮০ তে থেমে যায়। এ রান অতিক্রম করা তেমন কঠিনও ছিলনা ইসদাইরের পক্ষে। রাইফেল ১৮০ তে পৌঁছায় ইমরান হোসেন জহিরের দৃঢ়তায়। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মিডল অর্ডারে নামা এ ব্যাটসম্যান। ৭ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৪ রান করেন। মুমিন শাহরিয়ার ফিরেন ৪৭ রান করে। তার ইনিংসে ছিল ৬ বাউন্ডারি আর ২ ছক্কা।

আরিফুল ২০ রানে আউট হন। ওপেনার সুমিত ১ বাউন্ডারিতে ১৬ এবং হাবিবুর নাঈম ২ বাউন্ডারিতে আউট হন ১৪ রানে। ইসদাইর চন্দার অধিনায়ক সোহাগ ২৩ রানে নেন ৩ উইকেট। টিটু ৩৩ রানে ৩ এবং ইমরান ১২ রানে পান ২ উইকেট। সহজ টার্গেটে ব্যাট করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। শেষের দিকে বিপিএল এ খেলা শহিদুলের তুফানি ব্যাট দলকে একটু সম্মানের জায়গায় নিয়ে যায়। ৮ নম্বরে নামা শহিদুল ৩ ছক্কা আর ৩ বাউন্ডারিতে আউট হন ৩৩ রানে। টিটু আউট হন ১৮ রানে। তার ইনিংসে ছিল ১ ছক্কা ও ২ বাইন্ডারি। ইমরান ফিরেন ১৬ রানে। ইসদাইর চন্দার ব্যাটিংএ ধস নামান রাইফেলের হাবিবুর রহমান নাঈম। ২৮ রানে নাঈম ৫ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা।

সংক্ষিপ্ত স্কোর : রাইফেল ক্লাব ৪৬ ওভারে ১৮০/১০। ইমরান হোসেন জহির-৫৪*,মুনিম শাহরিয়ার-৪৭,আরিফুল-২০, সুমিত-১৮,নাঈম-১৪। অতিরিক্ত-১৩। সোহাগ-৩/২৩,টিটু-৩/৩৩,ইমরান-২/১২।

ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাব ২৩.৩ ওভারে ৯৬/১০। শহিদুল-৩৩,টিটু-১৮,ইমরান-১৬। অতিরিক্ত-৫। হাবিবুর রহমান নাঈম-৫/২৮।

আজকের খেলা : নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী ও টার্গেট গ্রুপ ক্রিকেট একাডেমী।

add-content

আরও খবর

পঠিত