নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে রওশন আরা স্কুল। ১৪ ডিসেম্বর শনিবার বিকালে নগরীর উত্তর মাসদাইর গাবতলী এলাকায় অবস্থিত রওশন আরা স্কুল ক্যাম্পাসে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ের আনন্দ ও বিজয় আমার গর্ব দুইটি ক্যাটাগরীতে শিশুরা মনের আনন্দে ছবি এঁকেছে।
প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারীকে তিন হাজার টাকা সহ মোট বিশ হাজার টাকার পুরস্কার অংশগ্রহনকারী প্রতিযোগিদের মাঝে বিতরণ করা হয়।
এ বিষয়ে রওশন আরা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফেরদৌসি সারওয়ার সোমা এ প্রতিনিধিকে বলেন, শিশুদের দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের বাংলাদেশের ইতিহাস জানাতে হবে। তাদেরকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের কথা, আমাদের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কথা জানাতে হবে। আগামী ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। তাই এই কোমলমতী শিশুদের মধ্যে বিজয় দিবসের অনূভুতি জাগিয়ে তুলতে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।