যৌন নিপীড়ন বন্ধে কঠোর আইন করা হবে : প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নুসরাত হত্যাকা-সহ যৌন নিপীড়নের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর আইন প্রণয়ন করা হবে। তিনি সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা সন্ত্রাস-জঙ্গিবাদ বাংলাদেশে আর দেখতে চাই না। সোমবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক নিন্দা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের সব মানুষকে এগিয়ে আসতে হবে। দেশের কোথাও এতটুকু জঙ্গি-সন্ত্রাসবাদের আলামত দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিন।

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারাই এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জড়িতরা কে কোন দলের তা দেখা হবে না। যৌন নিপীড়ন যারা করবে তাদের রেহাই নেই। প্রয়োজনে যদি কঠোর আইন করতে হয় আমরা করব। তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থাই আমরা করব।

বৈঠকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদ ও শ্রিলঙ্কার গির্জা, কলম্বোতে হোটেলে সন্ত্রাসী হামলায় শেখ ফজলুল করিম সেলিম এমপির নাতি জায়ান চৌধুরীসহ বিপুল সংখ্যক মানুষকে হত্যা ও আহত করাসহ বাংলাদেশে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতকে যৌন নিপীড়ন ও পুড়িয়ে মারার ঘটনায় একটি নিন্দা প্রস্তাব আনেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আলোচনা শেষে সর্বসম্মতভাবে নিন্দা প্রস্তাবটি গৃহীত হয়।

মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী : সন্ত্রাসী হামলার আশঙ্কা উল্লেখ করে মন্ত্রিসভার সব সদস্যকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে মন্ত্রিসভার সদস্যদের ডেকে এই নির্দেশনা দেন। বৈঠক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠক শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু মন্ত্রিসভার সদস্যদের নিয়ে কিছু সময়ের জন্য আলাদা করে বসেন। ওই সময় প্রধানমন্ত্রী  সাম্প্রতিক শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে জঙ্গি হামলার কথা স্মরণ করে বলেন, ওই হামলার পর আমাদের দেশে হামলার আশঙ্কা রয়েছে। বৈঠক সূত্র জানায়, শেখ হাসিনা মন্ত্রিসভার সব সদস্যকে সতর্ক করে দিয়ে বলেন, সবাইকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলতে হবে।

কেউ যেন বিষয়টিকে হালকাভাবে না নেন। সন্ত্রাসীরা যে কোনো সময় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যদের ওপর হামলা করতে পারে। তাই বেশি সতর্ক থাকতে হবে।

সন্ত্রাসী-জঙ্গিরা যেন কোনোভাবেই কোনো সুযোগ না পায় সেদিকে নজর দেওয়ার জন্য সবার প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

add-content

আরও খবর

পঠিত