নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ১০ মে বৃহস্পতিবার রাত ১০টা থেকে (১৩ মে) রোববার রাত ১০টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ গ্রীড উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্নিত ঘটবে। সোমবার (৭ মে) পাওয়ার পিজিসিবি ঢাকা দক্ষিন গ্রীড সার্কেলের পরিচালক মো. শরফুদ্দিনের স্বাক্ষরিত গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এর দেওয়া ( বিদ্যুৎ ব্যাহতির বিজ্ঞপ্তি) থেকে এ তথ্য জানা যায়।
পিজিসিবির আওতাধীন সিদ্ধিরগঞ্জ গ্রীড বৃদ্ধির লক্ষ্যে ১৩২/৩৩ কেভি, ৫০/৮৩ এমভিএ টি-২ পাওয়ার ট্রান্সফর্মার প্রতিস্থাপন করে একটি ১৩২/৩৩ কেভি, ৮০/১২০ এমবিএ ট্রান্সফর্মার এবং আনুষাঙ্গিক যন্ত্রপাতি স্থাপন কাজের জন্য টি-২ ট্রান্সফর্মার বন্ধ রাখা হবে।
এ সময় অপর চালু থাকা ট্রান্সফর্মার-১ দ্বারা সীমিত আকারে বিদ্যুৎ বিতরণ সংস্থার উপকেন্দ্রের চাহিদা পূরণ করা হবে। এতে সিদ্ধিরগঞ্জ গ্রীডের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্নিত ঘটবে।
সদ্ধিরগঞ্জ গ্রীডের আওতাধীন খাঁনপুর ৩৩/১১, ডেমরা ৩৩/১১, সারুলয়া ৩৩/১১, সিদ্ধিরগঞ্জ ৩৩/১১কেভি উপকেন্দ্রে ভুক্ত এলাকাসমূজে এ বিদ্যুৎ বিঘ্নতা দেখা দিবে।
খাঁনপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্র ভুক্ত পুরাতন হাজীগঞ্জ, সিরাজউদ্দৌলা রোড, নতুন হাজীগঞ্জ, ঈশা খাঁ রোড, আরামবাগ, গোদনাইল, ওয়াটার ওয়ার্কাস রোড, কালীরবাজার, ১নং রেল গেইট, আমলাপাড়া, পালপাড়া, খাঁনপুর, মিশনপাড়া, চাষাঢ়া, হাজীগঞ্জ, তল্লা, ওয়াপদারপুল, গোপ্তা, বিবি রোড, নন্দিপাড়া, উকিলপাড়া, প্রেসিডেন্ট রোড, দ্বিগুবাবুর বাজার, সস্তাপুর, নয়ামাটি, শিবু মার্কেট, ডিসি অফিস, মাসদাইর বাজার, কলেজ রোড, গলাচিপা, পাঠানটুলি, কাইয়ুমপুর, হাজী ব্রাদার্স রোড, আব্দুল হামিদ রোড, তালাফ্যাক্টরি গলি, গোদনাইল ও তৎসংলগ্ন এলাকাসমূহ।
সিদ্ধিরগঞ্জ ৩৩/১১ কেভি উপকেন্দ্র ভুক্ত একতা স্টিল, মনোয়ার জুট, সিদ্ধিরগঞ্জ পুল, কমোরপুর, বাগানবাড়ি, সাইলোগেট, সিদ্ধিরগঞ্জ হাউজিং, সিদ্ধিরগঞ্জ বাজার, গোদনাইল, পদ্মা মেঘনা যমুনা ডিপো, চৌধুরি বাড়ি, এসএ রোড, কান্দাপাড়া, ধনকুন্ডা, নয়াপাড়া, তালতলা, শান্তিনগর, ২নং বাস স্ট্যান্ড, বউ বাজার, তাঁতখানা রোড, মিজমিজি পূর্বপাড়া, দক্ষিনপাড়া, পশ্চিম পাড়া এবং তৎসংলগ্ন এলাকাসমূহ।
ডেমরা ৩৩/১১ কেভি উপকেন্দ্র ভুক্ত চিটাগাং রোড, সানারপাড়, শিমরাইল, হীরাঝিল, পাইনাদি, সাহেবপাড়া, ডেমরা, পূর্ব, পশ্চিম ডগাইর, মৌচাক, ওয়াসা, ডিএনডি পাম্প হাউস, রহিম মার্কেট, গলাকাটা ব্রীজ, হিজলতলা, মুসলিমনগর, শামসুল হক খান স্কুল এন্ড কলেজ, বক্স নগর বাঘমারা, বকুলতলা, ডিএনডি কলোনি, সিদ্ধিরগঞ্জ বাজার এবং তৎসংলগ্ন এলাকাসমূহ।
সারুলিয়া ৩৩/১১ কেভি উপকেন্দভুক্ত করিম জুট মিলস, দয়াগঞ্জ, নগরপাড়া, আল আমিন রোড, কায়েতপাড়া, শাহজালাল রোড, সনারপাড়, উত্তর সানারপাড়, হাজীনগর এবং তৎসংলগ্ন এলাকাসমূহ।