নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর সংবাদ দাতা ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন পালন করেছে মহানগর যুবলীগ। ১৮ অক্টোবর শুক্রবার সকালে নগরীর শেখ রাসেল পার্কে মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলের উদ্যোগে মিলাদ দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
এদিন সকালে শেখ রাসেলের আত্মার শান্তি করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শিশুদের নিয়ে কেক কেটে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালন করেন মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল। এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সহ সভাপতি কামরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক সেলিম আজাহার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাভলু, ক্রীড়া সংগঠক ইকবাল বাবু, আওয়ামী লীগ নেতা মো: নাসির হোসেন, মহানগর যুবলীগ নেতা মোস্তাক আহমেদ, হাজী আ. রব রনি, জামান হোসেন, রুবেল ইসলাম, ১৫নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক জাকির হোসেন শাহিন, ১৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোতাহারুল ইসলাম, ১৬নং ওয়ার্ড যুবলীগ নেতা আলী হায়দার সাগর, মো: সায়েম আহমেদ, মো: ওশিন, সজিব রহমান ও প্রমূখ।