নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সহ-সভাপতি সানোয়ার হোসেনের ছোট ভাই আইয়ুব হোসেন (৪০) বন্দরস্থ সোনাকান্দায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। তিনি ডক ইয়ার্ডে কর্মরত ছিলেন। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বাদ আসর সোনাকান্দা কেল্লা জামে মসজিদে জানাযা শেষে সোনাকান্দা সিটি কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, সহ-সভাপতি জুয়েল রানা, আওলাদ হোসেন, সোহেল খান বাবু, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সুমন ভুইয়া, বন্দর থানা যুবদল সভাপতি আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি পারভেজ আহম্মেদ, যুগ্ম সম্পাদক নুর আলম খন্দকার, মহাসগর যুবদল নেতা মাহবুব হাসান জুলহাস, আক্তার হোসেন অপু, মনির রাসেল প্রমুখ। নেতৃবৃন্দ আইয়ুব হোসেনের অকাল মৃত্যুতে খালেদা জিয়ার উপদেষ্ঠা এড. তৈমূর আলম খন্দকার ও মহানগর যুবদল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও রুহের মাগফেরাত কামনা করেছেন।