ময়লার ভেতর থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগর খানপুরের পুকুরপাড় এলাকায় একটি নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় নগর খানপুর পুকুর পাড় এলাকায় একটি মাঠের পাশে ময়লা-আবর্নায়র মধ্যে নবজাতককের মৃতদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, মৃতদেহ দেখে মনে হয়েছে নবজাতকচি কন্যা শিশু ছিলো। হয়তো বা শিশুটি বেঁচে ছিলো। সারা রাত আবর্জনায় পরে থেকে ধীরে ধীরে মারা যায়। একজন কুকর্মের ফলে আরেকজন শাস্তি পায়। শিশুটির এভাবে মৃত্যুর কথা ছিলোনা। এটি খুবই দু:খজনক একটি ঘটনা। বিষয়টি পুলিশকে জানানো হয়নি। উপস্থিত এলাকাবাসীর সম্মতিক্রমে প্রাথমীকভাবে নবজাতকের লাশটি আমরা মাঠের পাশেই কবর দিয়েছি।

এ বিষয়ে মদর মডেল থানার ভারপ্রা্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, এ বিষয়ে কোন খবর আমরা পাইনি।

add-content

আরও খবর

পঠিত