মোনালিসা হত্যা মামলার আসামী ৫ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : স্কুল ছাত্রী মোনালিসা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত আবু সাঈদকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (২৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

আবু সাঈদকে দুবাইতে আটকের পর রোববার (২৩ সেপ্টেম্বর) সকালের দিকে হযরত শাহজালাল আর্ন্তজাতিক আদালতে ইমিগ্রেশন পুলিশ ফতুল্লা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। সোমবার পুলিশ তাকে মোনালিসা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট পুলিশের ইন্সপেক্টর কামাল হোসেন আবু সাঈদের রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন পুলিশ আটক আবু সাঈদকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত শুনানি শেষে ৫ দিনের মঞ্জুর করেন।

প্রসঙ্গত, দেওভোগ বাংলাবাজার বড় আমবাগান এলাকার শাহিন বেপারী মেয়ে ও কাশিপুর উজির আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মোনালিসাকে চলতি বছরের ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে পালিয়ে যায় আবু সাঈদ। পরে বাড়ির লোকজন মোনালিসার ঝুলন্ত লাশ উদ্ধার করে হাসপালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। এদিন মোনালিসার বাবা শাহিন বেপারী তার স্ত্রীকে নিয়ে নরসিংদী শ্বশুর বাড়ি বেড়াতে যান। খালি বাড়ি পেয়ে এই সুযোগকে কাজে লাগায় আবু সাঈদ। এ ঘটনায় মোনালিসার বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

add-content

আরও খবর

পঠিত