মোক্তার হোসেনের মৃত্যুতে এড. তৈমূর ও খোরশেদের শোক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মাসদাইর নিবাসী ও বাইতুল আমান জামে মসজিদ কমিটির সহ-সভাপতি নারায়ণগঞ্জ পরিবহন সেক্টরের সফল ব্যবসায়ী শীতল পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোক্তার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এড. তৈমূর আলম খন্দকার ও খোরশেদ।

৪ জানুয়ারি সোমবার সন্ধ্যায় এক শোক বার্তায় এড. তৈমূর বলেন, মোক্তার আমার ছোট ভাইয়ের মতো ছিলো। আমরা এক এলাকার সন্তান, এক সাথে বড় হয়েছি। তার সাথে আমার অনেক স্মৃতি জড়িত রয়েছে। অসময়ে তার এভাবে চলে যাওয়া খুবই কষ্টকর। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তার পরিবারকে ধৈর্য ধারন করার তৌফিক দান করুক। (আমিন)।

কাউন্সিলর খোরশেদ এক বিবৃতিতে বলেন, মোক্তার ভাই আমার বড় ভাইয়ের মত। দল-মত নির্বিশেষে তিনি ছিলেন একজন শান্তি প্রিয় মানুষ। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে পরিবারকে ধৈর্য্য ধারণ করার জন্য আল্লাহ পাকের রহমত কামনা করেন।

উল্লেখ, পরিবহন নেতা মোক্তার হোসেন ৩ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৬.৪৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল­াহি ওয়া ইন্না ইলাহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়–স্বজন, বন্ধু–বান্ধব ও বহুগুণগ্রাহী রেখে গেছেন।

প্রসঙ্গত, মোক্তার হোসেন একযোগে দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি,  নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি, মিনিবাস মালিক ঐক্যজোটের সভাপতি, খাজা সুপার মার্কেটের সভাপতি, শীতল এসি ট্রান্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মাসদাইর বাজার বাইতুল আমান জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ–সভাপতি, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

add-content

আরও খবর

পঠিত