নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মে দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের উদ্যোগে প্রস্তুতি মূলক সভার আয়োজন করা হয়। শনিবার (২০ এপ্রিল) বাদ মাগরিব কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, যুগ্ম-আহবায়ক লিটন মিয়া, আনিছুর রহমান জুয়েল, খালেদ মামুন, ফজলুল হক, বন্দর থানা শ্রমিক দল সাধারণ সম্পাদক অজিত দাস, ১১নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি আবু মিয়া, সাধারণ সম্পাদক রবিউল,সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া, ১৮নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি টুটুল মিয়া, ১৬নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি সুজন মিয়া, গামেন্টস শ্রমিক দল সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক শিপলু মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।