মেসওয়াক ব্যবহারে দুনিয়া ও আখিরাতের বহু উপকারিতা রয়েছে : মাসুম বিল্লাহ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মেসওয়াক ব্যবহার রাসূল (সা.) এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। মেসওয়াক ব্যবহার করার মাধ্যমে আল্লাহর রেজামন্দী হাসিল হয়। মিসওয়াক ব্যবহারে দুনিয়া ও আখিরাতের বহু উপকারিতা রয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের উদ্যোগে আয়োজিত মেসওয়াক বিতরণ কর্মসূচিতে মুফতি মাসুম বিল্লাহ এসব কথা বলেন।

কর্মসূচিতে নগর সেক্রেটারি সুলতান মাহমুদ বলেন, ২য় হিজরীর ১৭ রমজান আমাদের এক স্মরণীয় দিন। এই দিনে মাত্র ৩১৩ জন বীর মুজাহিদ কাফেরদের বিশাল কাফেলার বিরুদ্ধে আল্লাহর সাহায্যে বিজয় লাভ করেন। বদরের চেতনায় অন্যায়, অসত্য, জুলুম ও শোষণের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে।

মাও. সাইফুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মহানগরের সহ সভাপতি মুহা. নূর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ শেখ মুহা. হাসান আলী, সহ প্রশিক্ষণ সম্পাদক মাও. ইয়াছিন আলী, দপ্তর সম্পাদক ডা. মিজানুর রহমান, অর্থ সম্পাদক মাও. আমীর হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহা. আবুল হাসেম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাও. আব্দুল হান্নান প্রমুখ নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত