নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে নগর ভবনে রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে সিটি করপোরেশনের নানা উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে নারায়ণগঞ্জকে আধুনিকায়ন করার জন্য প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে জাপানি সংস্থা জাইকার চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে খোঁজ খবর নেন। এছাড়া নারায়ণগঞ্জ নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিবহন ব্যবস্থা বিষয়ে আলোচনা হয় নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশামূল হক, সিদ্ধিরগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) রুমানা আক্তার এবং নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। সাক্ষাৎ শেষে জাপানের রাষ্ট্রদূত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চলমান প্রকল্প বাবুরাইল খাল আর শেখ রাসেল পার্কের কার্যক্রম পরিদর্শন করেন।