মেট্রো গ্রুপের শ্রমিকদের ভূত আতংক!

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মেট্রো গ্রুপে ৫টি গরু জবাই করার পরেও এখনো কাটেনি  ভূত আতংক। এজন্য কাজে যোগদান করেনি শ্রমিকরাও। আর এই ভূত তাড়াঁতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মালিক পক্ষ। বৃহষ্পতিবার (১লা নভেম্বর) সকাল ৯ টায় মেট্রো গ্রুপের অভ্যন্তরে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে মিষ্টি বিতরণ করে গার্মেন্টস ছুটি ঘোষনা করে মেট্রো গ্রুপের কর্তৃপক্ষ। আগামী শনিবার যথারীতি গার্মেন্টস, নীটিং, ডাইং, ওভেন সহ সকল বিভাগের কার্যক্রম নিয়মিত চলবে।

মেট্রো গ্রুপের এডমিন নিতাই রায় জানান, বুধবার রাতে টয়লেটে গিয়ে কয়েকজন শ্রমিক অসুস্থ্য হয়ে পড়ে। ভূত আছে বলে শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার শ্রমিকেরা কাজে এলেও ভয়ে কাজে যোগদান করেনি। পরে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ শেষে আগামীকাল শুক্রবার পর্যন্ত সকল বিভাগ ছুটি ঘোষনা করা হয়। আগামী শনিবার সকালে আগের নিয়মে অফিস চলবে। সকল শ্রমিকদের যথা সময়ে উপস্থিত থাকার কর্তৃপক্ষ আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, বুধবার রাতে ভূত আতংকে কয়েকজন শ্রমিক অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসার জন্য হাসপাতালে  নেয়া হয়। এতে করে শ্রমিকেরা আতংকিত হয়ে কাজে যোগদান হতে বিরত থাকে।

add-content

আরও খবর

পঠিত