মু‌জিবব‌র্ষে জেলা রে‌জিস্ট্রার জিয়াউল হ‌কের নেতৃ‌ত্বে বৃক্ষ‌রোপন কর্মসূ‌চী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌ন এর জন্মশত বা‌র্ষিকী উপল‌ক্ষে বৃক্ষ‌রোপন কর্মসূচী ২০২০ পালন ক‌রে‌ছে নারায়ণগঞ্জ জেলা রে‌জি‌স্ট্রেশন ক‌ম‌প্লেক্স। মু‌জিবব‌র্ষের স্মারক স্বরুপ নিবন্ধন অ‌ধিদপ্ত‌রের নি‌র্দেশে ২৯ জুলাই বুধবার সকা‌লে রে‌জি‌স্ট্রেশন কম‌প্লেক্স প্রাঙ্গ‌নে নারায়ণগঞ্জ জেলা রে‌জিস্ট্রার মো. জিয়াউল হ‌কের নেতৃ‌ত্বে (ফলজ, বনজ  ও ঔষ‌ধি) গা‌ছের চারা রোপন ক‌রে বৃক্ষ‌রোপন কর্মসূচী পালন করা হয়।

এ সময় জেলা রে‌জিস্ট্রার মো. জিয়াউল হ‌ক ব‌লেন, জা‌তির জন‌কের জন্মই হয়েছিল জাতি হিসেবে আমাদের প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে। তাঁর ঘটনাবহুল রাজনৈতিক জীবন আবর্তিত হয়েছিল একদিকে জাতিকে ঐক্যবদ্ধ করার কাজে, অন্যদিকে আবার জাতি পুন-র্গঠনের কাজেও। তাঁর দূরদর্শী কর্মকাণ্ড থেকে বাদ যায়নি বৃক্ষরোপণের মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়টিও। এ দেশের প্রাকৃতিক ভারসাম্যতা বজায় রাখতে তিনি বৃক্ষরোপণের ওপরই জোর দিয়েছিলেন অনেক বেশি।

কর্মসূচী‌তে এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন, ফতুল্লা সাব-রেজিস্টার হায়দার আলী খান, দলিল লেখক মো. রফিক, কলিমউল্লাহ, সালাহউদ্দিন, জালাল এবং ডি.আর অ‌ফি‌সের রায়হান খান, টিটু প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত