নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বীর মুক্তিযোদ্ধা গোপী নাথের ভাতিজার অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সে মদন মোহন দাসের ছেলে শ্যামল চন্দ্র দাস। শুক্রবার (৮ নভেম্বর ) রাত ১০ টায় বঙ্গবন্ধু সড়ক চাষাড়া বালুর মাঠের বাস ভবনে তার গলায় ফাঁস দেয়া মরদেহটি দেখতে পায় স্বজনরা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে মর্গে পাঠান।
এদিকে মেঝেতে চক দিয়ে একটি বার্তা লিখা দেখা যায়, যেখানে লিখা ছিল, আমার মৃত্যুর জন্যে বাবা মা ভাই লাশ তোরা আমার দেখবি না (লাশ) । তবে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, শ্যামল চন্দ্র দাস সবসময় নেশা করতেন এবং উগ্রভাবে চলাফিরা করতো। এ নিয়ে পরিবারে অমিল দেখা দিত। তবে আত্মহত্যার বিষয়টি অনেকের কাছেই রহস্যজনক, বলেও মন্তব্য করেছেন।
অন্যদিকে, মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে যান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, পূজা পরিষদের মহানগর সভাপতি অরুন দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, বাদল সাহা, না.গঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, নাসিক ১৪নং কাউন্সিলর মো. শফিউদ্দিন প্রধান ও স্থানীয়রা ।