মুক্তি পেলেন বিএনপি নেতা এ্যাড. সাখাওয়াত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দীর্ঘ দুইমাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন খান। মঙ্গলবার (১ জানুয়ারী) দুপুরে কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করেন তিনি। জানা যায়, সবগুলো মামলায় জামিন পাওয়ায় মঙ্গলবার দুপুরে জামিনে মুক্তি পেয়েছেন সাখাওয়াত।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের মামলায় ৫ নভেম্বর শহরের চাষাঢ়া এলাকা থেকে সাখাওয়াত হোসেন খানকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । ১১ নভেম্বর উচ্চ আদালত থেকে মামলায় চার্জশীট না দেওয়া পর্যন্ত জামিন পান তিনি। আর সেই জামিনের আদেশের কপি ১৫ নভেম্বর দুপুরে জেলা কারাগারে পৌছালে তাঁকে আরো একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

add-content

আরও খবর

পঠিত