মুক্তিযোদ্ধ প্রজন্মলীগ না.গঞ্জ জেলা কমিটির ইফতার অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : বাংলাদেশ মুক্তিযোদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মে) শহরের ২নং রেল গেইট সংলগ্ন আক্তার স্কয়ার ১-এ অবস্থিত স্পাইস গার্ডেন রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। কমিটি সভাপতি নূর আলম আকন্দের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী ফরহাদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটির সবাইকে আমার রাজনৈতিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। সংযম ও ইবাদতের মাস পবিত্র মাহে রমজান। আমরা সর্বদা ইবাদতে মধ্যে যেন নিজেকে নিয়োজিত রাখি। আমরা সবাই ভালো কাজ নিয়ে থাকবো এবং খারাপ থেকে বিরত থাকবো। এটাই হোক আমাদের অঙ্গীকার।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি মনোয়ারা বেগম, সহ সভাপতি শফিকুল ইসলাম আরজু, সহ সভাপতি মো. খাজা মামুন, সদস্য পিয়ারী বেগম সহ সংগঠনের অন্যান্য সদস্য গন । কমিটির সাধারণ সম্পাদক এম এম সামশির আহমেদ এর সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে  ছিলেন আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া খোকন, আতিকুর রহমান রানা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি  সাংবাদিক শাহাদাৎ হোসেন ভূইয়া, নারী উদ্যোক্তা সাবিরা নীলা প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত