মুক্তিযোদ্ধা পরিবার ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সদর উপজেলার সস্তাপুর এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিভিন্ন মুক্তিযোদ্ধা পরিবার ও দুস্থ-অসহায় মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূনর্বাসন সোসাইটি ( মহানগর উপজেলা যুব কমান্ড, নারায়ণগঞ্জ ) এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলার সাবেক ডেপুটি কমান্ডার অ্যাড. নুরুল হুদা, এডিসি (শিক্ষা) মাসুম বিল্লাহ, জেলা ত্রান কর্মকর্তা মো. শাহজাহান কবির।

সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ নুর আলম আকন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু ও মাওলানা ওয়াজিউল্লাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন আমরা মুক্তিযোদ্ধা সন্তানের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন প্রধান, যুগ্ম সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন ও মোহাম্মদ সাইমুন ইসলাম।

অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম আরজু, ঢাকার নিউজ ২৪ ডট কম এর সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, স্টাফ রিপোর্টার ভাবনা, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগ ও সিদ্ধিরগঞ্জ থানা মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিউলি ইসলাম প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত