মি: নারায়ণগঞ্জ শরীর গঠন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে মি: নারায়ণগঞ্জ শরীর গঠন প্রতিযোগিতা। গত ১৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ইসদাইর একেএম সামসুজ্জোহা স্টেডিয়াম মাঠে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, একটি সুস্থ দেহেই সুস্থ মন বিরাজ করে। যার সুস্থ্য মন রয়েছে সেই পারে নিজেকে শারীরিব ভাবে গঠন করতে। এক সময় শরীর গঠন ছিলো শুধু একটি ব্যায়াম কিন্তু এখন এটা একটা খেলা বা প্রতিযোগীতায় রুপ নিয়েছে। নারায়ণগঞ্জের মানুষ এখন এটাকে এত পছন্দ করে যার মাধ্যমে মানুষ এখন প্রতিযোগীতা করছে। আমাদের যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে শরীর গঠনের প্রতি মনযোগী হতে হবে। যেসব যুবকরা শরীর গঠনের দিকে মনযোগী হবে তারা কখনও নেশায় আসক্ত হবে না।

তিনি আরও বলেন, আগামীতে আমরা এ অনুষ্ঠানটিকে আরো বড় পরিসরে আয়োজন করার চেষ্টা করবো। এই প্রতিযোগিতা যেন অব্যাহত থাকে সে চেষ্টা করা হবে। আমার পক্ষ থেকে এ প্রতিযোগীতার চাহিদা যতটুকু সম্ভব পূরণ করার চেষ্টা করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মি: বাংলাদেশ ও শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপ-কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ শামা, সদস্য বডিউল আলম বিপ্লব, সোহেল মাহমুদ ও আব্দুর রউফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ভিআইপি স্পোর্টসের কর্ণধার মোতালেব খান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এজেডএম ইসমাইল বাবুল এবং প্রতিযোগিতা প্রধান বিচারক হিসেবে হিসেবে ছিলেন জহির চৌধুরী প্রধান, আলতাফ হোসেন রনি, মিন্টু আকরাম ও প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত