মাসদাইর যুবলীগকে বিতর্ক করতে অপচেষ্টা : যুবলীগ নেতা আব্দুল গাফ্ফার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : মাসদাইর যুবলীগকে সংসদ একে এম শামীম ওসমানের কাছে বিতর্ক করতেই কল্পকাহিনী প্রচার করছে বলে অভিযোগ যুবলীগ নেয়া ও ব্যবসায়ী আব্দুল গাফ্ফার। তিনি প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা যুবলীগের ও আওয়ামীলীগের সম্মান অক্ষুন্ন দলের কর্মকান্ড পরিচালনা করে আসছি। কোন রকম চাদাঁবাজি সন্ত্রাসীতে আমরা বিশ্বাসী না। সব সময় নিজের আত্বসম্মান ও দলের সুনাম রক্ষা করে দলের কর্মকান্ড ও নিজের ব্যবস্যা পরিচালনা করে থাকি।

কতিপয় চক্র আমাদের দলের সুনাম নষ্ট করতে চক্রান্ত করে চলছে। তারা দাবী করেছে বৃহওর মাসদাইরে যুবলীগ নাকি সকল মাদক ব্যবসায়ীকে শেল্টার দিচ্ছে। এ ব্যপারটি প্রশাসন খুব ভালো জানে। কিন্ত কারো বিরোদ্ধে না জেনে না বুঝে কারো প্ররোচনায় প্রভাবিত হয়ে কিছু প্র্রচার করা কতটুকু যুক্তিসঙ্গত কাজ। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

add-content

আরও খবর

পঠিত