নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের নেতা মামুনুল হক নারীসহ ঘেরাও হওয়ার পর ভাংচুর ও পুলিশের ওপর হামলার মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১১ই এপ্রিল রবিবার ভোররাত ও সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। তাঁরা সবাই হেফাজত ইসলামের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মিন্টু (২৮), নবীর হোসেন (৩২), কবির হোসেন (৪৫), মাওলানা হাবিবুর রহমান (৩৪), আমজাদ হোসেন (৫৫), যোবায়ের আহম্মেদ (২১), মো. সোহাগ (২১), লোকমান হোসেন (৩২), শহীদুল ইসলাম (৩১) ও মো. হাসান (৩৫)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আজ ভোররাত ও সকালে পুলিশের একাধিক টিম সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে। ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ব্যক্তিদের চিহ্নিত করা হয়। ১০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ৩ই এপ্রিল শনিবার হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নারীসহ সোনারগাঁ রয়েল রিসোর্টে ঘেরাও হওয়ার পর বিক্ষুব্ধ হেফাজতকর্মীরা রয়েল রিসোর্ট ভাংচুর, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠান ভাংচুর করার ঘটনায় সোনারগাঁ থানায় পুলিশ বাদী হয়ে দুটি এবং ক্ষতিগ্রস্থ যুবলীগ ও ছাত্রলীগ নেতারা বাদী হয়ে চারটি মামলা করেন। ছয়টি মামলায় এ পর্যন্ত পুলিশ ৫৬ জন হেফাজতে ইসলামের কর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।