মামুনুল কাণ্ড : সোনারগাঁয়ে হেফাজতের নেতাসহ র‌্যাবের হাতে গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে সহিংসতা, হামলা ও ভাংচুর মামলার প্রধান আসামী মাওলানা মো. ইকবাল হোসেনসহ চার হেফাজত নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল। গোপন সংবাদের ভিত্তিতে ১১ই এপ্রিল রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে র‌্যাবের অভিযানে ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেইট বাজার মসজিদের সামনে ঢাকা-মাওয়া হাইওয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো : খেলাফতে মজলিশ এর সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ইকবাল হোসেন ওরফ মাওলানা মো. ইকবাল হোসেন (৫২), হেফাজত ইসলাম এর সোনারগাঁ উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা মহিউদ্দিন খাঁন (৫৩), হেফাজত ইসলাম এর সোনারগাঁ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. শাহজাহান খাঁন ওরফ শিবলী (৪৩) এবং হেফাজত ইসলাম এর সোনারগাঁ উপজেলা শাখার সহ-সভাপতি  হাফেজ মোয়াজ্জেম হোসেন (৫২)।

১২ই এপ্রিল সোমবার বেলা সাড়ে ৩ টায় র‌্যাব-১১ এর লে. কর্ণেল খন্দকার সাইফুল আলম, পিবিজিএম, পিজিএমএস এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গত ৩ই এপ্রিল শনিবার হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক একজন নারীসহ সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে সন্দেহজনকভাবে স্থানীয় জনতা কর্তৃক অবরুদ্ধ হওয়ার পর বিক্ষুব্ধ হেফাজতকর্মীরা রয়েল রিসোর্ট ভাংচুরসহ এলাকায় তান্ডব সৃষ্টি করে। রয়েল রিসোর্ট ছাড়াও হেফাজতকর্মীরা ঘটনার দিনে সোনারগাঁ এলাকার একাধিক ব্যবসা প্রতিষ্ঠানসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক সহিংসতা, গাড়ি ভাংচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নি সংযোগ করে যান চলাচলে বিঘœ ঘটায়, জনমনে ভয়ভীতি সঞ্চার এবং সরকারী কাজে বাঁধা সৃষ্টি করে। ঐ সময় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম ও খেলাফতে মজলিশ, সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ইকবাল হোসেন মাগরিবের নামাজের পর মসজিদের মাইকে উস্কানীমূলক বক্তব্য প্রচার করে লোক জমায়েত করে এবং উক্ত হামলার নেতৃত্ব দেয়। উক্ত ঘটনায় সোনারগাঁ থানায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিগণ ও পুলিশ কর্তৃক বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ৬টি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামীরা উক্ত মামলাগুলোর অন্যতম এজাহারনামীয় আসামী। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত